ব্রেকিং নিউজ

এবার মোদীর আসনে দিদিকে বসানোর জন্য লড়াই শুরু করলেন সাংসদ সৌমিত্র খাঁ।

এবার মোদীর আসনে দিদিকে বসানোর জন্য লড়াই শুরু করলেন সাংসদ সৌমিত্র খাঁ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন

(উত্তম দে,বিষ্ণুপুর) : দিল্লীর মসনদে এবার মোদীকে হটিয়ে দিদি কে বসানোর জন্য কোমর বেঁধে নেমে পড়লেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এবার প্রথম বাঙ্গালী মহিলা হিসেবে দেশের প্রধান মন্ত্রীর আসনে বসিয়ে ২০১৯ এ মিরাকেল ঘটাতে চান এই সাংসদ।

তার জন্য এখন থেকে ভোটারদের মোটিভেট করার কাজটাও শুরু করে দিলেন তিনি।

সোমবার বিষ্ণুপুরের বাঁকাদহে আগামী ১৯ জানুয়ারীর তৃণমূলের সভার প্রচার মঞ্চে জোর গলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রীর পদে বসানোর সওয়াল করলেন তিনি। এজন্য, সারা বাঙ্গলায় লোকসভায় ৪২শের ৪২টি আসনই তৃণমূলের ঝুলিতে ভরতে, সর্বত্র এই আওয়াজ তোলার ডাকও দেন সৌমিত্র বাবু। এদিনের, সভায় বর্ষীয়ান তৃণমুল নেতা শ্যাম মুখোপাধ্যায়ও মঞ্চে বক্তব্য রাখেন।তার গলাতেও ছিল দিল্লী বিজয়ের সুর।

সম্প্রতি পাঁচ রাজ্যের ভোটে বিজেপির ভরাডুবির পর, অন্যান্য বিরোধী দলের মতো তৃণমুলও নুতন উদ্যমে আসন্ন লোকসভার লড়াইয়ের জন্য ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে। তারই জের সাংসদের এই দিল্লী জয়ের হুঙ্কার! বলে, মনে করছে রাজনৈতিক মহল।

#দেখুন ভিডিও।[embed]

Next Story