জঙ্গলমহল খাতড়া

বজ্রাঘাত প্রাণ কেড়েছে বাবার,আহত হয়েছে নিজেও,সের্ফ মনের জোরে রাইটার নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল সন্ধ্যামণি।

বজ্রাঘাত প্রাণ কেড়েছে বাবার,আহত হয়েছে নিজেও,সের্ফ মনের জোরে রাইটার নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল সন্ধ্যামণি।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাজ পড়ে মৃত্য হয়েছে বাবার,পাশাপাশি নিজেও গুরুতর আহত। এই অবস্থায় হাসপাতালে রাইটারের সাহায্য নিয়ে উচ্চমাধ্যমিকের ইংরাজী পরীক্ষা দিল সন্ধ্যামণি মান্ডি। উচ্চমাধ্যমিকের প্রথমদিনে বাংলা পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পরই বাজ পড়ে মৃত্যু হয় সন্ধ্যামণির বাবা মনোরঞ্জন মান্ডির। এই দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে সে নিজেও। সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার চিকিৎসা চলছে। বাবাকে হারানোর শোক কাটিয়ে মনের জোরই সন্ধ্যাকে আজ পরীক্ষাতে বসার সাহস জুগিয়েছে। আর রাইটার নিয়ে পরীক্ষায় বসার ব্যবস্থার জন্য স্থানীয় ব্লক প্রশাসন যাবতীয় ব্যবস্থাও করে। সিমলাপালের জামিরডিহার বাসিন্দা সন্ধ্যা সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। উচ্চমাধ্যমিকে তার পরীক্ষার সিট পড়েছিল বিক্রমপুর আরডি হাইস্কুলে। যেহেতু রাইটার নিয়ে পরীক্ষা দিচ্ছে সে, তাই সাধারণের থেকে অতিরিক্ত এক ঘন্টা সময় পাচ্ছে। বাজ পড়ে আহত সন্ধ্যে এখন ভালো করে হাঁটতে পারছে না। দুই হাতে স্বাভাবিক কাজ করার ক্ষমতাও নেই। হুইল চেয়ারে চড়ে, বা অন্যদের কাঁধে ভর দিয়ে হাঁটা,চলা করতে হচ্ছে তাকে। পাশাপাশি রয়েছে শারিরীক দুর্বলতাও। তবুও মনের জোরে হাল ছাড়তে চাইছে না সন্ধ্যামণি। রাইটার নিয়ে সে বাকি সবকটি পরীক্ষা দিতে মানসিক ভাবে প্রস্তুত যোলোআনা।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/simlapal-shibu-murmu-murder-case-update/img-20200108-wa0027_1024x1280_768x960-2/" rel="attachment wp-att-8372">

Next Story