ব্রেকিং নিউজ

কাটল মল্লরাজ বংশের পারিবারিক দ্বন্দ্ব, পুরানো রীতি মেনে এবারও দেবী মৃন্ময়ীর পুজোয় ফাটবে কামান।

কাটল মল্লরাজ বংশের পারিবারিক দ্বন্দ্ব, পুরানো রীতি মেনে এবারও দেবী মৃন্ময়ীর পুজোয় ফাটবে কামান।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিষ্ণুপুরের মল্লরাজ বংশের পরিবারিক দ্বন্দ্ব দেবী মৃন্ময়ীর আরাধনায় কোন প্রভাব ফেলবে না। দেবীর শারদীয়া পুজো হবে মল্লরাজাদের ঐতিহ্য ও পরম্পরা মেনে। এমনকি যথারীতি কামানের তোপ ধ্বনিও চলবে জিতা অষ্টমী থেকেই। এমনকি মহাঅষ্টমীর দিন সসন্ধিক্ষণেও মুর্চার পাহাড়ে ফাটবে বড়ো কামান। মল্লভূম বিষ্ণুপুরের দেবী মৃন্ময়ীর পুজো এবার ১০২২ বছরে পড়ল। এবার পুজোর মুখে রাজপরিবারের দুই সদস্য সলিল সিংহ ঠাকুর ও অমিতাভ সিংহদেব পুজোয় নিজেদের আধিপত্য নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। তার আঁচ এসে পড়ে সন্ধি পুজোর কামান ফাটানোর পরম্পরার ওপর। এই জামান ফাটানোর বৈধতা নিয়ে প্রশাসনের কাছে নালিশ করে এক পক্ষ। তা নিয়ে জটিলতাও তৈরি হয়। পুলিশ নোটিশ করায় কামান ফাটানোর পক্ষে সওয়াল করতে কাগজ পত্র নিয়ে পুলিশের কাছে দরবারও করেন সলিল সিংহ ঠাকুর ও তার অনুগামীরা। এর পর বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মন্ডল জানিয়ে দেন ঐতিহ্য ও পরম্পরা মেনেই দেবী মৃন্ময়ীর পূজো হবে। এবং কামানও ফাটবে বলেও তিনি ইঙ্গিত দেন। যার ফলে এই পুজোতে কামান ফাটানো নিয়ে জট কাটল। আর এতে খুশী মল্লভূম বিষ্ণুপুরের বাসিন্দারাও।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/five-demanded-the-deputation-of-the-vrp-organization-to-dm/img-20190819-wa0061/" rel="attachment wp-att-6186">

Next Story