ব্রেকিং নিউজ

পাত্রসায়রে লকডাউনে লোকালয়ে ঢুকে পড়া হরিণ কে কুকুরের আক্রমণ থেকে বাঁচালেন গ্রামবাসীরা।

পাত্রসায়রে লকডাউনে লোকালয়ে ঢুকে পড়া হরিণ কে কুকুরের আক্রমণ থেকে বাঁচালেন গ্রামবাসীরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি হরিণ কে কুকুরের আক্রমণের হাত থেকে বাঁচালেন গ্রামবাসীরা। আজ বিকেলে জেলার পাত্রসায়র থানার ময়রাপুকুর গ্রামে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে। গ্রামের কুকুরা তাড়া করেছিল হরিণটিকে। ঘটনা নজরে পড়তেই গ্রামের যুবক শেখ সূরজ,শেখ জয়নাল,সেখ লালন মিলে হরিণটিকে উদ্ধার করে আজ সন্ধ্যায় স্থানীয় বন দপ্তরের হাতে তুলে দেয়। পাত্রসায়রের রেঞ্জার শিবপ্রসাদ সিংহ জানান,হরিণটির প্রথমিক চিকিৎসা সারার পর রেঞ্জ অফিসেই রাখা আছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে আরও উন্নত চিকিৎসা লাগলে তারও ব্যবস্থা করবে বন দপ্তর। তার পর পুরোপুরি সুস্থ করে হরিণটিকে ফের ছেড়া দেওয়া হবে জঙ্গলে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story