অভাব অভিযোগ পাড়ায় পাড়ায়

আঁকুড়াবাদে বেহাল রাস্তা, দূর্ভোগ কাটাতে জেলাশাসকের দারস্থ গ্রামবাসীরা।

আঁকুড়াবাদে বেহাল রাস্তা, দূর্ভোগ কাটাতে জেলাশাসকের দারস্থ গ্রামবাসীরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দীর্ঘদিন ধরে বেহাল গ্রামের রাস্তা। স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও অফিসে দরবার করেও মেটেনি সমস্যা। তাই গ্রামের রাস্তার হাল ফেরাতে জন অভিযোগ দিবসে জেলাশাসকের কাছে অবিযোগ জানালেন বাঁকুড়ার দুই নাম্বার ব্লকের আঁকুড়াবাদ গ্রামের বাদিন্দারা। কেবল এই গ্রামই নয়, পাশাপাশি, আরও চারটি গ্রামের মানুষের বাঁকুড়া সদরে যাওয়ার ভরসা এই রাস্তাটির প্রাত চার কিলোমিটার যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। ফলে স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী সহ গ্রামের বাসিন্দা মিলিয়ে প্রায় হাজার তিনেক মানুষকে রোজ দূর্ভোগ পোয়াতে হচ্ছে। মুগড়া থেকে মাকুড়গ্রাম পর্যন্ত এই বেহাল রাস্তা সারাইয়ের দাবী গ্রামের মানুষ বার,বার ওন্দার বিধায়কেরও নজরে এনেছেন কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। একটু বৃষ্টি হলেই এই রাস্তা কাদায় ভরে যায়। কাদা রাস্তায় গাড়ী চলাচল শিকেয় ওঠে। যার জেরে সময় মতো রোগী বা প্রসূতিকে হাসপাতাল নিয়ে যাওয়া বেশ দুষ্কর হয়ে ওঠে। এছাড়া মোটর বাইক উল্টে দূর্ঘটনার ঘটনা ঘটছে আকছার। তাই এই পথ যন্ত্রণা থেকে মুক্তির উপায় খুজতে শেষে জেলাশাসক উমা শঙ্কর এসের কাছে দরবার করে এই রাস্তা সারাইয়ের দাবী জানালে, জেলাশাসক শীঘ্রই এই রাস্তা সারাইয়ের আশ্বাস দেন। এখন সেই আশাতেই দিন গুনছেন গ্রামের মানুষ।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/mass-beaten-at-lokepur/img-20190819-wa0061-2/" rel="attachment wp-att-6798">

Next Story