খেলা

জঙ্গল মহলের সারেঙ্গায় জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল রবি লোচন মিত্র স্মৃতি ম্যারাথন দৌড় ও রক্তদান শিবির।

জঙ্গল মহলের সারেঙ্গায় জেলা পুলিশের উদ্যোগে  অনুষ্ঠিত হল রবি লোচন মিত্র স্মৃতি ম্যারাথন দৌড় ও রক্তদান শিবির।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় ঘটক, সারেঙ্গা) : মাও হানায় শহীদ পুলিশ আধিকারিক রবিলোচন মিত্র স্মৃতি ম্যারাথন দৌড় ও রক্ত দান শিবির অনুষ্ঠিত হল জেলার জঙ্গল মহলের সারেঙ্গায়। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন দৌড়ে তিনটি বিভাগে মোট প্রায় ২০০ প্রতিযোগী অংশ নেয়। পতাকা নাড়িয়ে এদিনের দৌড় প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু। এছাড়া এই অনুষ্ঠানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল সামন্ত, খাতড়ার মহকুমা পুলিশ আধিকারিক বিবেক কুমার ভার্মা, বিডিও সংলাপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। ম্যারাথন দৌড়ে জুনিয়ার বিভাগে(৩কিমি) প্রথম সতীনাথ দুলে,দ্বিতীয় কার্তিক কালিন্দী, তৃতীয় আব্দুল করিম সেখ এবং পুরুষ বিভাগে(৭কিমি) প্রথম তারক মান্ডি,দ্বিতীয় লক্ষ্মীকান্ত মাহাত, তৃতীয় সৌমিত্র আচার্য্য। এছাড়া মহিলাদের বিভাগে (৫কিমি) প্রথম স্থান অধিকার করেন পিঙ্কু সিংহমহাপাত্র, দ্বিতীয় আরতি মান্ডি ও তৃতীয় স্থান অর্জন করেন কাকলি দুলে। অন্যদিকে, এদিনের রক্তদান শিবিরে প্রায় ৫৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি ছিল দুস্থদের বস্ত্র বিতরন কর্মসূচিও।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/11th-february-suvendu-adhikari-has-fixed-the-target-of-gathering-of-50000-booth-workers-at-the-chief-minister-mamata-banerjees-meeting-at-bankura/img-20200203-wa0043/" rel="attachment wp-att-7962">

Next Story