জঙ্গলমহল খাতড়া

রানিবাঁধে শিশুদের অপুষ্টি হটাতে নিজেদের মাস মাইনের টাকায় খাবার তুলে দেবেন সভাধিপতি ও সহ সভাধিপতি।

রানিবাঁধে শিশুদের অপুষ্টি হটাতে নিজেদের মাস মাইনের টাকায় খাবার তুলে দেবেন সভাধিপতি ও সহ সভাধিপতি।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জঙ্গলমহলের রানিবাঁধে অপুষ্ট শিশুদের মুখে পুষ্টিকর আহার তুলে দিতে জিলা পরিষদ থেকে পাওয়া নিজেদের মাস মাইনের পুরো টাকা দান করার অঙ্গীকার করলেন বাঁকুড়া জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মু ও সহ সভাধিপতি শুভাশিস বটব্যাল।

শুক্রবার জেলাশাসকের ব্লক ভিত্তিক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তথ্য উঠে আসে যে, রানিবাঁধ ব্লক জুড়ে ৬০টি শিশু রয়েছে, যারা অপুষ্টি জনিত রোগের শিকার। এই তথ্য জানার পরই সভাধিপতি ও সহ সভাধিপতি বৈঠকে ঘোষনা করেন, যে তারা তাদের মাস মাইনের টাকা এই শিশুদের আহারের জন্য তুলে দেবেন। প্রসঙ্গত, এই বৈঠকে, এই ব্লকের শিশুদের পুষ্টির হারে ঘাটতি থাকায় উষ্মা প্রকাশ করেন খোদ জেলাশাসক উমা শঙ্কর এস। তার পরিপ্রেক্ষিতে জিলা পরিষদের দুই কর্তা সিডিপিওকে একহাত নেন। অঙ্গনওয়াড়ী কেন্দ্র গুলিতে শিশুদের পুষ্টির দিকটিকে অবহেলা করার জন্য জঙ্গলমহলের এই পিছিয়ে পড়া ব্লকে অপুষ্টির শিকার হতে হচ্ছে শিশুদের তা কার্যত একবাক্যে মেনে নেন বৈঠকে উপস্থিত গ্রাম পঞ্চায়েতের মেম্বাররাও। তারা অঙ্গনওয়াড়ী কর্মীদের কাজ নিয়েও নানা গাফিলতির ফিরিস্তিও তুলে ধরেন। শেষ পর্যন্ত এই ব্লকের শিশুদের অপুষ্টি হটানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে তাদের বেতনের টাকায় শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার কথা ঘোষণা করেন জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/today-the-people-of-the-muslim-community-of-the-district-celebrated-the-bishwa-nabi-dibas/img-20191104-wa0003-2/" rel="attachment wp-att-7068">

Next Story