ব্রেকিং নিউজ

সোনামুখীতে পটল জমির মাচার তারের জালে আটকে থাকা পাইথন উদ্ধার করল বনদপ্তর।

সোনামুখীতে পটল জমির মাচার তারের জালে আটকে থাকা পাইথন উদ্ধার করল বনদপ্তর।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (বলরাম চক্রবর্তী, সোনামুখী) : পটল চাষের জমিতে মাচা তৈরীর তারের জালে আটকে গিয়েছিল একটি পাইথন!জেলার সোনামুখীর কোচডিহি অঞ্চলের ভোলা গ্রামে ঘটে এই ঘটনা। প্রথমে চাষীরা ফুট সাতেকের এই পাইথনটি দেখে ভয় পেয়ে যান। তবে তারা সাপটি কে না মেরে সাথে,সাথে খবর দেন বন দপ্তরে। বন দপ্তর পাইথনটিকে খাঁচা বন্দি করে নিয়ে এসে তার প্রাথমিক চিকিৎসা করেন। প্রায় ত্রিশ কেজি ওজনের এই পাইথনটিকে দেখতে গ্রামবাসীদের মধ্যে উৎসাহও ছিল তুঙ্গে।

বন দপ্তরের রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী জানান প্রাথমিক চিকিৎসার পর এটিকে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তিনি এদিনের গ্রাম্বাসীদের ভূমিকায় খুশী। গ্রামের মানুষ সাপটিকে না মেরে, সেটিকে উদ্ধারের জন্য বন দপ্তরে খবর দেওয়ায় প্রাণেও বেঁচে গেল এই পাইথন টি। দয়াল বাবুর অনুরোধ, সাপ দেখে অযথা ভয় পাবেন না,সাপ কে মারবেন না। বরং বন দপ্তরে খবর দিয়ে বন্য প্রাণ রক্ষায় এগিয়ে আসুন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/despite-expiration-the-depositors-do-not-receive-money-protestors-at-the-shaltora-sub-post-office-in-protest/img-20190731-wa0007/" rel="attachment wp-att-5949">

Next Story