ব্রেকিং নিউজ

সোনামুখী শহরের নিকাশি নালা থেকে উদ্ধার হওয়া অজগরটিকে সুস্থ করে জঙ্গলে ছাড়ল বন দপ্তর।

সোনামুখী শহরের নিকাশি নালা থেকে উদ্ধার হওয়া অজগরটিকে সুস্থ করে জঙ্গলে ছাড়ল বন দপ্তর।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সোনামুখী পুর শহরের নিকাশি নালা থেকে উদ্ধার হওয়া একটি আজগর সাপকে ফের জঙ্গলের পরিবেশে ছেড়ে দিল বন দপ্তর। রবিবার রাতে সোনামুখীর ৮ নাম্বার ওয়ার্ডের একটি বসত বাড়ীর বাইরে নিকাশি নালার মধ্যে এ-ই অজগরটিকে দেখতে পান স্থানীয় মানুষজন। সাথে,সাথে উৎসাহী মানুষের ভীড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও। খবর দেওয়া হয় বন দপ্তরে। সোনামুখীর বন দপ্তরের রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী বন কর্মীদের সাথে নিয়ে অজগরটিকে উদ্ধার করেন। তিনি জানান,প্রায় ফুট দশেক লম্বা ও ১০ কেজি ওজনের এই অজগরটিকে রেঞ্জ অফিসে ২৪ ঘন্টা পর্যবেক্ষনে রেখে তাকে জল,ও খাবার খায়িয়ে, প্রাথমিক চিকিৎসা করে সুস্থ করার পর আজ সোমবার স্থানীয় জঙ্গলে ছেড়ে দিয়েছে বন দপ্তর। টানা বর্ষনের জেরেই বন থেকে লোকালয়ে ঢুকে পড়ে অজগরটি বলে মনে করা হচ্ছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/five-demanded-the-deputation-of-the-vrp-organization-to-dm/img-20190819-wa0061/" rel="attachment wp-att-6186">

Next Story