চাষ- আবাদ

বাঁকুড়ায় মেগা ফুড পার্ক গড়লে মিলবে ৫০ কোটি আর্থিক সহায়তা। জানালেন,কেন্দ্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি।

বাঁকুড়ায় মেগা ফুড পার্ক গড়লে মিলবে ৫০ কোটি  আর্থিক সহায়তা। জানালেন,কেন্দ্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার বাঁকুড়ার মতো শিল্পে পিছিয়ে পড়া জেলায় কর্মসংস্থান ও কৃষি ভিত্তিক শিল্পের বিকাশে মেগা ফুড পার্ক ও মিনি ফুড পার্ক গড়ে তোলার ক্ষেত্রে সব ধরণের সহায়তা দেবে কেন্দ্রের খাদ্য প্রক্রিয়াক্রণ শিল্প মন্ত্রক। আজ দপ্তরের উদ্যোগে বাঁকুড়া রবীন্দ্রভবন মঞ্চে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার এক কর্মশালায় যোগ দিতে এসে এই কথা জানান দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি। তিনি বলেন, মেগা ফুড পার্কের ক্ষেত্রে ৫০ কোটি টাকার সহায়তা দেবে তার দপ্তর। পাশাপাশি, ছোটো আকারে মিনি ফুড পার্কও গড়তে পারেন কোন শিল্পপতি। মেগা ফুড পার্ক গড়তে ৫০ একর জমি লাগে এবং ছোটো ফুড পার্কের জন্য ১০ একর। মেগা ফুড পার্কে জমির মিনিমাম যে সিলিং রয়েছে তা কমানো যায় কিনা তা মন্ত্রক বিবেচনা করে দেখবে বলেও জানান তিনি। এদিন, বাংলায় এসে তিনি বলেন, রাজ্য সরকারকে আরো সহযোগীর ভুমিকা নিতে হবে, তা না হলে রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড় উঠবে না। বাংলায় মাছজাত খাদ্যের প্রক্রিয়াকরণ শিল্পের ভালো সম্ভাবনা রয়েছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি,জেলার চাষীদেরও অর্গানিক চাষের প্রতি আগ্রহ বাড়ানোর কাজও জোর কদমে চালাবে তার দপ্তর বলেও জানান রামেশ্বর বাবু। আজ ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এর সহযোগিয়ায় আয়োজিত এই কর্মশালায় প্রায় ২০০ জন প্রতিনিধি অংশ নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/five-demanded-the-deputation-of-the-vrp-organization-to-dm/img-20190819-wa0061/" rel="attachment wp-att-6186">

Next Story