ব্রেকিং নিউজ

পুকুর পাড় থেকে উদ্ধার শিশুর মৃতদেহ, ইন্দাসের গোপাল নগর গ্রামে চাঞ্চল্য!

পুকুর পাড় থেকে উদ্ধার শিশুর মৃতদেহ, ইন্দাসের গোপাল নগর গ্রামে চাঞ্চল্য!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গ্রামের পুকুরের পাড়ে এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জেলার ইন্দাস থানার রোল অঞ্চলের গোপাল নগর গ্রামে।

আজ সকালে পুকুরের ধারে একটি অপরিণত শিশুর মৃতদেহ পড়ে থাকার ঘটনাটি নজরে আসে স্থানীয়দের। শিশুর মৃত দেহের পাশে একটি প্লাসটিকের প্যাকেটও উদ্ধার হয়েছে। ওই প্লাসটিক প্যাকেটে ভরে অপরিণত শিশু ভ্রণটি অন্য কোথা থেকে এনে এখানে ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে।

খবর পেয়ে,ইন্দাস থানার পুলিশ শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালের মর্গে পাঠায়।

কি ভাবে,কে বা কারা এই শিশুটির মৃতদেহ এখানে ফেলে দিয়ে গা ঢাকা দিয়েছে! তা,খোলসা করতে তদন্তে নেমেছে ইন্দাস থানার পুলিশ। স্থানীয়দের অনুমান,মাস ছয়েকের কোনো অন্তঃসত্ত্বা গর্ভপাত করিয়েও এখানে এই অপরিণত শিশুর মৃতদেহ ফেলে দিয়ে থাকতে পারে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/mass-beaten-at-lokepur/img-20190819-wa0061-2/" rel="attachment wp-att-6798">

Next Story