ব্রেকিং নিউজ

দামোদরে তলিয়ে যাওয়া অষ্টম বাগদীর মৃতদেহ উদ্ধার হল আজ।

দামোদরে তলিয়ে যাওয়া অষ্টম বাগদীর মৃতদেহ উদ্ধার হল আজ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অবশেষে ১৭ ই নভেম্বর থেকে নিখোঁজ থাকা অষ্টম বাগদীর মৃতদেহ উদ্ধার হল আজ। ওই দিন দামোদর নদী পেরিয়ে আত্মীয়র মৃতদেহ সৎকার করতে বিক্রমপুর গিয়েছিলেন তিনি।বাড়ি ফেরার পথে দামোদর নদীর জলে তলিয়ে যান। এরপর, সিভিল ডিফেন্স টীম ও তাদের ডুবুরি নামিয়ে অষ্টম বাগদীর খোঁজে টানা কয়েকদিন তল্লাশিও চালানো হয়। কিন্তু ,তাতে খোঁজ মেলেনি তার।

অবশেষে, আজ অষ্টম বাগদীর পচাগলা দেহের খোঁজ মিলে দামোদর নদীর শালখার ঘাটে ।

জলের উপর অষ্টম বাগদীর পচাগলা দেহ ভেসে থাকতে দেখে স্থানীয় মানুষ পুলিশকে খবর দেয়। এরপর, পাত্রসায়ের থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালের মর্গে পাঠায়। অষ্টমের পরিবার তার মৃতদেহটি সনাক্ত করে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/there-is-no-danger-of-continuing-gas-erosion-from-the-marshy-land-of-hirbandh-reports-geologist/img-20191119-wa0007_1200x1500_1024x1280/" rel="attachment wp-att-7135">

Next Story