জঙ্গলমহল খাতড়া

গুজরাটে বয়লার বিস্ফোরণে মৃত বাঁকুড়ার পরিযায়ী শ্রমিকের মরদেহ রানীবাঁধে পোঁছতেই গোটা গ্রাম শোকে মুহ্যমান।

গুজরাটে বয়লার বিস্ফোরণে মৃত বাঁকুড়ার  পরিযায়ী শ্রমিকের মরদেহ  রানীবাঁধে পোঁছতেই গোটা গ্রাম শোকে মুহ্যমান।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গুজরাটের দহেজে বুধবারের বয়লার বিস্ফোরণে মৃত বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের সিন্দুরপুর গ্রামের বাসিন্দা জয়ন্ত মাহাতোর মৃত দেহ ফিরল শনিবার বিকেলে। গ্রামে মৃতদেহ পোঁছতেই কান্নার রোল ওঠে। জেলায় এই শ্রমিকের মৃত্যুর খবর আসার পরথেকেই গ্রামে পোঁছন রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। এই গ্রামের ৫ যুবক মিলে গুজরাটের ভারুচ জেলার যশস্বী এগ্রো কেমিক্যাল কারখানায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন। বুধবারের এই ভয়াবহ দূর্ঘটনায় জেলার ৫ শ্রমিকই আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শক্তিপদ মাহাতো, সমীর মাহাতো সুদর্শন মাহাতো ও জগন্নানাথ মাহাতোরা জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরা সবাই ভালো আছেন। কিন্তু হাসপাতালে মৃত্যুর সাথে লড়াইয়ে হেরে গিয়ে মারা যান জয়ন্ত। দুবছর আগে জয়ন্ত তার মাকে হারায়। বাবাও অসুস্থ। তারই মাঝে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। বাড়ীতে জয়ন্তর ভাই তার বাবাকে বলতেও পারেনি যে জয়ন্ত আর নেই। লকডাউনের মধ্যে এভাবে শ্রমিক মৃত্যুর ঘটনায় বিধায়ক জ্যোৎস্না মান্ডি মোদী সরকারের উদাসীনতাকেই দায়ী করেছেন। এদিকে, তরতাজা এই যুবককে হারিয়ে শোকে মুহ্যমান গোটা সিন্দুরপুর গ্রাম।

#দেখুন ‍🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story