খেলা

বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ৩৭ তম প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা।

বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ৩৭ তম প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হল ৩৭ তম প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা। সাধারণ ছাত্র,ছাত্রীদের ২৮ টি ইভেন্ট এবং বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের ২৪ টি ইভেন্টে এদিন প্রতিযোগীরা অংশ নেয়। অঞ্চল ও সার্কেল পর্যায়ে বাছাইয়ের পর সেরাদের এই জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ছাড়পত্র মেলে। আজকের জেলা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীরা রাজ্য প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। এছাড়া রাজ্যের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা,জেলাশাসক উমা শঙ্কর এস, বিধায়ক শম্পা দরিপা,পুরপ্রধান মহা প্রসাদ সেনগুপ্ত, উপ পুরপ্রধান দিলীপ আগরওয়াল, রাজ্য প্রাথমিক ক্রীড়ার কো অর্ডিনেটর অশোক রুদ্র, জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক জগবন্ধু বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন রিঙ্কু বন্দ্যোপাধ্যায় জানান আজকের প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীদের রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে সাত দিনের শিবির করে বিশেষ প্রশিক্ষণ দেবে জেলা বিদ্যালয় সংসদ।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/today-the-people-of-the-muslim-community-of-the-district-celebrated-the-bishwa-nabi-dibas/img-20191104-wa0003-2/" rel="attachment wp-att-7068">

Next Story