নজরে ভোট

পর্যালোচনা সভায় বাঁকুড়ায় হারের জন্য কোন দুই মূল কারণ চিহ্নিত করলেন শুভেন্দু অধিকারী? জেনে নিন।

পর্যালোচনা সভায় বাঁকুড়ায় হারের জন্য কোন দুই মূল কারণ চিহ্নিত করলেন শুভেন্দু অধিকারী? জেনে নিন।
X

# বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফল পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই কেন্দ্রে তৃণমূলের ভরাডুবির জন্য মূলত দুটি কারণকেই দায়ী করলেন তৃণমূলের জঙ্গলমহলের সাংগঠনিক পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এবার উন্নয়নের নিরিখে রাজ্যে ভোট হয়নি।ভোটে রাজনৈতিক মেরুকরণ এবং সিপিএমের ভোট বিজেপির পক্ষে যাওয়ার জন্যই তৃণমূল কে হারতে হয়েছে।এছাড়াও প্রার্থী ও দলের নেতাদের ত্রুটি, বিচ্যুতি কিছু র‍য়েছে। সে সব কাটিয়ে ওঠার উপর জোর দেওয়ার পাশাপাশি, জনসংযোগ গড়ে তুলতে বিশেষ জন সংযোগ যাত্রার কর্মসূচী আগামী ২১শে জুন থেকে ১৮ই জুলাই পর্যন্ত চলবে। জেলার পাত্রসায়র ও কোতুলপুর থেকে ২২তারিখ এই কর্মসুচীর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবেন শুভেন্দু অধিকারী।

জেলায় বিভিন্ন গ্রামে রাজনৈতিক সংঘর্ষ, তৃণমূল কর্মীদের ঘর ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, এটা বন্ধ হওয়া উচিত।এক্ষেত্রে, কোন এম,এল,এ বা এম,পি বা বড়ো নেতাদের ভুগতে হয় না। গ্রামের গরীব মানুষদের এ-র ফল ভোগ করতে হয়। তবে, জেলার বিভিন্ন এলাকায় পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হচ্ছে বলেও দাবী করেন। তিনি। অন্যদিকে, এদিন,রবীন্দ্রবভনে পর্যালোচনা সভায় শুভেন্দু বাবু সাফ জানিয়ে দিয়েছেন কোন নেতা, কর্মী দুর্নীতির সাথে যুক্ত থাকলে তার পাশে থাকবে না দল। সব ধরণের কোন্দল ছেড়ে দলের জন্য একসাথে কাজ করারও বার্তা দেন তিনি।

#দেখুন 🎦 ভিডিও।👇

[embed]

Next Story