রবিবার জেলায় জমজমাট ভোট প্রচার! #দেখুন 🎦 ভিডিও।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রবিবারে জেলায় কার্যত ভোটের দামামা শুরু হয়ে গেল। এদিন বিকেলে জেলায় পা রাখলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। তিনি এদিন জেলা তৃণমূল ভবনে দলীয় জেলা নেতাদের সাথে এক প্রস্থ বৈঠকও সারেন।পরে মিলিত হন সাংবাদিক বৈঠকে। প্রথম দফায় দুদিন জেলায় থাকবেন সুব্রত বাবু।সোমবার শহরের ভৈরব স্থান ও মহামায়া মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিক ভোট প্রচারের সুচনা করবেন।দুপুরে বাঁকুড়া স্টেডিয়ামে আভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা কর্মী বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। আন্যদিকে, রবিবার সোনামুখীতে ভোট প্রচার সারলেন বিষ্ণুপুর লোকসভার সিপিএম প্রার্থী সুনীল খাঁ।বিশাল মিছিল করে রবিবাসরীয় প্রচারে মাতলেন এই বাম প্রার্থী।
বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতার রবিবার বাঁকুড়ার এক্তেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার সারেন।তার সাথে পুজো দেন তৃণমূলের জেলা সভাপতি অরুপ খাঁ।পুজো সেরে ঢাক বাজিয়ে এলাকায় চলে ভোট প্রচার।ভোট ঘোষনার পর প্রথম রবিবার জেলায় ভোট যুদ্ধের আবহে ছিল জমজমাট!
#দেখন 🎦ভিডিও 👇[embed]