পড়াশোনা ২৪X৭

পাঠ্য বই খুঁটিয়ে পড়েই সাফল্য, উচ্চ মাধ্যমিকে ১থেকে ৬ এ জেলার ২১ জন পড়ুয়া।

পাঠ্য বই খুঁটিয়ে পড়েই সাফল্য, উচ্চ মাধ্যমিকে ১থেকে ৬ এ জেলার ২১ জন পড়ুয়া।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও জেলার সাফল্য নজর কাড়া। এবার মেধা তালিকা প্রকাশ না হলেও সর্বোচ্চ ৪৯৯ নাম্বার পেয়ে জেলা থেকে রাজ্যে শীর্ষে রয়েছে দু জন। বাঁকুড়া কেন্দুয়াডিহি হাই স্কুলের অর্পণ মন্ডল ও বড়জোড়া হাইস্কুলের গৌরব মন্ডল।পাশাপাশি,রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯৮ নাম্বার পেয়ে দিন মজুরের মেয়ে রিয়া দত্ত জেলার মুখ উজ্জ্বল করেছে। সে জেলার ওন্দা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এছাড়াও প্রথম থেকে ষষ্ঠ পর্যন্ত বাঁকুড়া জেলা থেকে ২১ জন পড়ুয়া স্থান করে নিয়েছে। যা, জেলার ইতিহাসে রেকর্ড। এই সফল পড়ুয়ারা জানিয়েছে, তাদের ভালো ফলের নেপথ্যে রয়েছে পাঠ্য বই খুঁটিয়ে পড়ার অভ্যাস। এটা রপ্ত করতে পারলেই পরীক্ষায় ফল ভালো হবে বলেই মনে করে জেলার এই টপ -২১। আসুন জেলার এই কৃতিদের সাক্ষাৎকারে নজর রাখা যাক।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/mp-subhas-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-the-covid-test-at-the-bjps-election-office-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-th/img_20200717_130232/" rel="attachment wp-att-9914">

Next Story