খেলা

হরিয়ালগাড়া সরস্বতী ক্লাব আয়োজিত প্রয়াত রমেশ বাগ্দী স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি টুর্ণামেন্টে বিজয়ী বদড়া মা মনসা ক্লাব।

হরিয়ালগাড়া সরস্বতী ক্লাব আয়োজিত প্রয়াত রমেশ বাগ্দী স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি টুর্ণামেন্টে বিজয়ী বদড়া মা মনসা ক্লাব।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : তৃণমুল যুব নেতা প্রয়াত রমেশ বাগ্দীর স্মৃতির উদ্দেশ্যে এক রানিং ফুটবল টুর্ণামেন্টর আয়োজন করে হরিয়ালগাড়া সরস্বতী ক্লাব।এই টুর্ণামেন্ট মোট আটটি দল অংশ নেয়।রবিবার ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বদড়া মা মনসা ক্লাব বনাম প্রগতি সাব জুনিয়ার ফুটবল কোচিং সেটার। এই ফাইনাল খেলাশ টানটান উত্তেজনার মধ্যে শেষে ১-০ ব্যাবধানে বিপক্ষ দল প্রগতি কোচিং সেন্টার কে পরাজিত করে বদড়া মা মনসা ক্লাব চ্যাম্পিয়ন হয়।

#দেখুন ভিডিও।[embed]

Next Story