ক্ষুদে পড়ুয়া রিতমের রাজ্যস্তরের প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যে খুশীর জোয়ার কেঞ্জাকুড়ায়।
BY Bankura 24x722 Dec 2018 7:29 PM IST

X
Bankura 24x722 Dec 2018 7:29 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ক্ষুদে পড়ুয়ার রাজ্যস্তরের বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যে খুশীর জোয়ার বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রামে।এই গ্রামের রাধাকান্তপুর নিউ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র রিতম কর্মকার ১০০মিটার দৌড়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে।আজ কলকাতার সল্টলেকের সাই কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।রিতমের ইচ্ছে বড়ো হয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার।তার এই সাফল্যের খবরে খুশী তার সহপাঠী থেকে গ্রামবাসীরাও।
Next Story