খেলা

গোবিন্দধামে আম্বেদকর কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাঁকুড়া শহরের খৃষ্টানডাঙ্গা ফুটবল দল।

গোবিন্দধামে আম্বেদকর কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাঁকুড়া শহরের খৃষ্টানডাঙ্গা ফুটবল দল।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবসে গোবিন্দধাম ফুটবল ময়দানে এস সি এন্ড এস টি এন্ড ওবিসি ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আম্বেদকর কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল।

এই খেলায় বাঁকুড়া খৃষ্টান ডাঙ্গা ফুটবল দল ২-১ এর ব্যবধানে গোবিন্দ ধাম চিকু একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়।

পাশাপাশি, মহিলা ফুটবল দলের একটি প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হয় এদিন। এই ম্যাচে দূর্গাপুরের সিধু- কানু ফুটবল দল বিজয়ী হয়।

আজকের এই প্রতিয়োগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ,বিধায়ক স্বপন বাউরী, বিধায়ক সুজিত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের এই খেলা দেখতে ময়দানে ছিল উপচে পড়া ভীড়।

Next Story