সিমলাপালে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাতিবাড়ী বাজরা গাজড়া বান্ডি তোয়া ফুটবল ক্লাব।
#বাঁকুড়া২৪X৭,প্রতিবেদন : সিমলাপাল ধানঘোরী সোনালী শিবির ক্লাব এর আয়োজিত দুই দিনের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সিমলাপাল হাতিবাড়ির বাজরা গাজাড়া বান্ডি তোয়া ফুটবল ক্লাব। শনিবার এই ফাইনাল খেলাতে সিমলাপালের হাতিবাড়ির বাজরা গাজাড়া বান্ডি তোয়া ক্লাব টাইব্রেকারে ১-০ গোলে সিমলাপালের পার্শ্বলা রূপসা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নেয়।
এ-ই খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমলাপালের বিডিও রবীন্দ্রনাথ অধিকারী, দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় মান্ডি প্রমুখ। চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলের হাতে ২৫ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপশি,সেমিফাইনালে দুই পরাজিত দলকেও আর্থিক পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। এই দুইদিন ব্যাপী চলা ফুটবল প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]