ওন্দার বেড়াখামারে একলাখী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঁকুড়ার বিবিএফসি।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক) : জেলার গ্রামে গঞ্জে ফুটবল খেলাকে জনপ্রিয় করে তুলতে টুর্নামেন্ট গুলোয় মোটা অঙ্কের নগদ টাকার পুরস্কার দেওয়ার চল বাড়ছে। সম্প্রতি ওন্দার বেড়াখামার যুবক সংঘের উদ্যোগে চ্যাম্পিয়ন দলের জন্য এক লাখ টাকার পুরস্কারের ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়ে গেল।পাশাপাশি, ফাইনালে রানার্স টিম কে ষাট হাজার টাকা এবং সেমি ফাইনালে পরাজিত দুই দল কে কুড়ি হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। তার সাথে বিজয়ী ও বিজেতা দল দুটিকে তুলে দেওয়া হয় ট্রফিও। স্বর্গীয় নিমাই চন্দ্র পাল ও স্নেহ লতা পাল স্মৃতি কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাঁকুড়ার বিবিএফসি। তারা ট্রাইবেকারে ৫- ৪ এর ব্যবধানে নুতন গ্রামের বিএমআর কে পরাজিত করে। এই খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিবিএফসির মাইকেল। আর ম্যান অফ দ্যা সিরিজের শিরোপা মেলে বিএমআর দলের টারজান হেমব্রমের।
তিন দিনের এই ফুটবল প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরের মিলিয়ে মোট ১৬ টি ফুটবল দল অংশগ্রহণ করে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]