তালডাংরায় এসএফআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পড়্যার বাঁধ জুনিয়র নেতাজী সংঘ।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এস এফ আইয়ের ৫০ বর্ষ পূর্তি উপলক্ষ্যে একদিনের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়ে গেল তালডাংরার কাশিবনী ফুটবল ময়দানে। এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের উৎসাহিত করতে ময়দানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র। মাঠে ফুটবলে শর্ট মেরে সবার নজরও কাড়েন তিনি। এই প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেয়। ফাইনালে সিমলাপালের হাতিবাড়ী বাজড়াগাজড়া বান্ডি তয়ো ক্লাব বনাম পড়্যার বাঁধ জুনিয়র নেতাজী সংঘের খেলায় সমানে,সমানে একে অপর কে টক্কর দেয় দুই দল। খেলাটি গোল শূন্য ভাবে দুই দল শেষ করলে ট্রাইবেকার পর্যন্ত গড়ায়। ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যবধ্যানে বিজয়ী হয় পড়্যার বাঁধ জুনিয়র নেতাজী সংঘ। খেলার শেষে দুই দলের হাতে ট্রফি তুলে দেন অমিয় পাত্র। এদিন এই খেলা দেখতে মাঠে ভীড় জমান স্থানীয় ফুটবল প্রেমীরা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]