ভোটে নাশকতা ঠেকাতে আগাম সতর্কতা মূলক তল্লাশি বাঁকুড়া স্টেশনে
BY Bankura 24x713 April 2019 11:39 AM IST
X
Bankura 24x713 April 2019 11:39 AM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভোটে নাশকতা ঠেকাতে আগাম সতর্কতা হিসেবে জঙ্গল মহলের ব্যস্ততম রেল স্টেশন গুলিতে আরপিএফ ও জিআরপি যৌথ ভাবে তল্লাসির কর্মসূচি নিয়াছে। সেই মতো শুক্রবার বিকেলে বাঁকুড়া রেল স্টেশনে এসআরপি, খড়গপুর দেবর্ষি দত্তের নেতৃত্বে জোর তল্লাশি চালানো হল। বোম্ব স্কোয়াডের কুকুর নিয়ে এদিন তল্লাশি চালানো হয়। এবং জঙ্গল মহলের ভিন রাজ্যের সীমানাবর্তী স্টেশন গুলিতে এই তল্লাশি অভিযান চালানো হবে বলেও জানান দেবর্ষি বাবু।তার বক্তব্য শুনতে নীচের 🎦 ভিডিও লিংকে ক্লিক করুণ। [playlist type="video" ids="4414"]
Next Story