সৌমিত্রের অনুপস্থিতিতে, তার ছবির ব্যানার নিয়ে রবিবাসরীয় প্রচারে স্ত্রী সুজাতা।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এই সপ্তাহেই সুপ্রিমকোর্টে শুনানিতে ঠিক হতে পারে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের জেলায় প্রবেশের অনুমতি মেলে কি না? তা বলে প্রচার যুদ্ধে বিরোধীদের টেক্কা দেওয়ায় কিন্তু খামতি নেই বিজেপির। প্রার্থীর স্ত্রী সুজাতা দেবীকে নিয়ে রবিবাসরীয় প্রচার চলল পুরোদমে। স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ছবির ব্যানার নিয়ে ভোট চাইতে মিছিল করলেন সুজাতা দেবী। আর পাঁচটা আম বাঙ্গালী ঘরনীর মতো সুজাতাও রাজনীতি থেকে সযত্নে দূরত্ব বজাই রেখেছিলেন এত দিন ধরে। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে স্বামীর সম্মান রাখতে নিজেই নামে পড়েছেন রাজনীতির আঙ্গিনায়। রাতারাতি সাজ,পোশাক, কথা,বার্তা সবই বদলে কেতা দুরস্ত রাজনৈতিক নেত্রীর আদল দিয়ে ফেলেছেন নিজেকে। তার দাবী তার স্বামী যে ভাবে পাঁচ বছর বিষ্ণুপুরের মানুষের পাশে ছিলেন তাতে করে মানুষ এই কেন্দ্রে বিজেপিকেই জেতাবে। আজ সকালে নিকুঞ্জপুর, বিকেলে ওন্দার নাকাইজুড়ি এলাকায় প্রচার সারেন তিনি।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]