ব্রেকিং নিউজ

দলত্যাগী সাংসদ সৌমিত্র খাঁ কে জঞ্জাল আখ্যা দিলেন কোতুলপুরের তৃণমূল ব্লক সভাপতি প্রবীর গরাই!

দলত্যাগী সাংসদ সৌমিত্র খাঁ কে জঞ্জাল আখ্যা দিলেন  কোতুলপুরের তৃণমূল ব্লক সভাপতি প্রবীর গরাই!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (বলরাম চক্রবর্তী,কোতুলপুর) : সদ্য দল ছাড়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ কে 'নিষ্কাশিত জঞ্জাল'-আখ্যা দিলেন কোতুলপুরের তৃণমুল কংগ্রেসের ব্লক সভাপাতি প্রবীর গরাই। আজ১৯শের ব্রিগেডে সমাবেশের প্রচারে মহা মিছিলের ডাক দিয়েছিল কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস।

মিছিলে হাঁটেন রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরাও। এই মিছিল থেকে ১৯ শে বিজেপিকে ফিনিশের বার্তা ছড়ানো হয় পুরো এলাকায়।

এমনকি, সৌমিত্র খাঁয়ের দলত্যাগ যে, দলে কোনো প্রভাব ফেলবে না,এবং দলে ভাঙ্গন ধরাতে পারবে না বলে দাবী করেন স্থানীয় ব্লক সভাপতি। পাশাপাশি, তিনি বলেন, সৌমিত্র দলের কাছে এতদিন ছিল জঞ্জাল, এখন সেই জঞ্জাল নিষ্কাশিত হয়ে দলের আখেরে লাভই হয়েছে।

#দেখুন ভিডিও।[embed]

Next Story