Home > সোনামুখী-পাত্রসায়র-ইন্দাস > পাত্রসায়রে মাছ ধরার জালে জড়িয়ে গেল ময়াল সাপ,উদ্ধার করে সাপটিকে জঙ্গলে ছাড়ল বনদপ্তর।
পাত্রসায়রে মাছ ধরার জালে জড়িয়ে গেল ময়াল সাপ,উদ্ধার করে সাপটিকে জঙ্গলে ছাড়ল বনদপ্তর।
মাছ ধরার জালে জড়িয়ে গেল ময়াল।জেলার পাত্রসায়র থানার কুশদ্বীপ অঞ্চলের জামবুনি গ্রামে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।গ্রামবাসীরা খবর দেয় বন দপ্তরে। বন দপ্তর সাপটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় জঙ্গলে ছেড়ে দেয়।
BY Admin12 Sept 2020 7:15 AM IST

X
Admin12 Sept 2020 7:15 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মাছ ধরার জালে জড়িয়ে গিয়েছিল ময়াল সাপ। জেলার পাত্রসায়র থানার কুশদ্বীপ অঞ্চলের জামবুনি গ্রামের ঘটনা। খবর ছড়িয়ে পড়তেই সাপটিকে দেখতে উৎসাহী মানুষের ভীড় জমে যায়। গ্রামের বাসিন্দা ধনঞ্জয় মান্ডি খালে মাছ ধরতে গিয়েছিলেন। তিনি দেখেন তার জালে বিরাট এক ময়াল সাপ জড়িয়ে গেছে। তিনি প্রতিবেশীদের ঘটনা জানান। খবর দেওয়া হয় বন দপ্তরে।কুশদ্বীপ বীট অফিসার সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বন দপ্তরে এরপর সাপটির প্রাথমিক চিকিৎসা করে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
#দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story