সোনামুখী-পাত্রসায়র-ইন্দাস

জল যন্ত্রণার জরিপে এবার সায়ন্তিকার পালটা অগ্নিমিত্রা, সোনামুখী পরিদর্শণে এসে দুষলেন বাম তৃণমূল দুই জামানাকেই।

জল যন্ত্রণার জরিপে এবার সায়ন্তিকার পালটা অগ্নিমিত্রা, সোনামুখী পরিদর্শণে এসে দুষলেন বাম তৃণমূল দুই জামানাকেই।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার প্রায় বন্যা পরিস্থিতির জেরে আম জনতা চরম ক্ষয়- ক্ষতির সম্মুখীন হয়েছেন। আর এই ক্ষয়,ক্ষতির জরিপে রাজনৈতিক দল গুলিও ময়দানে নেমে পড়েছে৷ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জেলার চার ব্লক ঘুরে দেখার রেশ কাটতে না কাটতেই এবার তার পালটা জেলা পরিদর্শনে এলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ও আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন জেলার সোনামুখী ব্লকের দামোদর তীরবর্তী রাঙ্গামাটি, কেনেটি, পাণ্ডেপাড়া, সমিতি মানা প্রভৃতি এলাকা ঘুরে দেখেন। এবং জল যন্ত্রণার শিকার গ্রামের বাসিন্দাদের সাথে কথাও বলেন। ফি বছর এই বন্যা পরিস্থিতির জন্য তিনি একযোগে বাম ও তৃণমূল দুই জামানাকেই দুষলেন। তার অভিযোগ ৩৪ বছরের বামফ্রণ্ট আর ১১ বছরের তৃণমূল রাজ্যে থাকলেও তারা,বন্যা নিয়ন্ত্রণে কাজের কাজ কিছুই করেন নি।

সামান্য মাটির বাঁধ সংস্কারেরও উদ্যোগ নেই। অথচ সামান্য টাকায় এই কাজ গুলো করে গ্রামে প্লাবন ঠেকানো যায়। কিন্তু তা হয়নি। তৃণমূল নেতারা রাতে আরামে ঘুমোচ্ছেন আর এই সব গ্রামের মানুষের রাতের ঘুম উড়ে গেছে। ভয় কখন দামোদরের জল গ্রামে ঢুকে যায়।তার দাবী,এই সমস্যার স্থায়ী সমাধান দরকার৷এদিন অগ্নিমিত্রা দেবীর সাথে যোগদেন বিজেপির চার বিধায়কও। সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী,ইন্দাসের বিধায়ক নির্মল ধারা, কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার,ও ওন্দার বিধায়ক অমরনাথ শাখা সামিল হন। পরপর দুই রাজনৈতিক দলের এই হাই প্রোফাইল ভিজিটের ফলে আদৌ জল যন্ত্রণা লাঘবের সুত্র মেলে কিনা সেটাই এখন দেখার।

👁️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story