সোনামুখী-পাত্রসায়র-ইন্দাস

সংবাদ মাধ্যমের ক্যামেরায় সত্য গোপনের চেষ্টা, অবৈধ বালি বোঝায় ট্রাক্টরের চালকে বেধড়ক মার উত্তেজিত জনতার।

সংবাদ মাধ্যমের ক্যামেরায় সত্য গোপনের চেষ্টা, অবৈধ বালি বোঝায়  ট্রাক্টরের চালকে বেধড়ক মার উত্তেজিত জনতার।
X

বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : দিনের পর দিন বালি মাফিয়ারা সাবাড় করছে রাশি,রাশি বালি! প্রশাসনিক অনুমতি নেই, অথচ সের্ফ গায়ের কজোরেই চলছে ট্রাক্টর বোঝাই করে বালি চুরি।জেলার সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি- কেনেটি মানা গ্রাম লাগোয়া দামোদর নদিতে এই বালি চুরি চলছে গ্রাম থেকে একশো ফুটের মধ্যেই। আর এইভাবে বালি তোলার ফলে আশঙ্কা বাড়ছে নদী ভাঙ্গনের। তাই গ্রামবাসীরা এই বালি পাচার রুখতে কোমর বেঁধে নেমেছেন। হাতে,নাতে বালি ভরার সময় এক ট্রাক্টর চালক।কে ধরেও ফেলেন তারা। আটক করা হয় তিনটি ট্রাক্টর। এর পর খবর দেওয়া হয় সংবাদ মাধ্যম,পুলিশ ও ভুমি দপ্তরে। কিন্তু সংবাদ মাধ্যমের কাছে ট্রাক্টর চালক বালি তোলার ঘটনা এড়িয়ে যেতে চাইলে উত্তেজিত জনতা তার ওপর চড়াও হয়ে চড়, থাপ্পড় দেয়। শেষে বালি পাচারের কথা স্বীকার করে ওই চালক। পুলিশ ও ভুমি দপ্তরের আধিকারিকরা ঘটনা স্থলে এসে তিনটি ট্রাক্টর আটক করে এবং বিএলআরও স্বীকার করে নেন যে এখানে বে আইবি ভাবেই বালি তোলা হচ্ছিল।

আন্যদিকে,গ্রামবাসীদের আভিযোগ, তারা বারে,বারে এই ঘটনা প্রশাসনের নজরে এনেও ঠেকাতে পারেন নি। তাই নিজেরাই অভিযানে নামেন। এই বালি পাচার বন্ধ না হলে গোটা গ্রাম নদী গর্ভে তলিয়ে যাবে। গ্রামবাসীরা তাদের গ্রাম বাঁচাতে যে কাজ করলেন তা সত্যিই কুর্ণিশ যোগ্য। এখন দেখার, প্রশাসন কতটা তৎপরতার সাথে এই বালি পাচার বন্ধ করতে ময়দানে নামে। সেদিকেই তাকিয়ে আছেন গ্রামের মানুষ। আর এই বালি পাচার বন্ধ না হলে তার রেশ যে বিধানসভা ভোটেও পড়বে তা বলাই বাহুল্য।

দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story