রনডিহা জলাধারে বন্ধুদের সাথে জলকেলি করতে গিয়ে তলিয়ে মৃত্যু এক সেনা কর্মীর
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সহকর্মী বন্ধুদের সাথে সোনামুখীর রনডিহা ড্যামে বেড়াতে এসেছিলেন পানাগড় সেনা হাসপাতালের কর্মরত এক সেনাকর্মী নারেলা রবীনদর। রবিবার বিকেলে কয়েকজন মিলে ড্যামের জলে নামেন তারা। এবং বেশ কিছুক্ষন ধরে গভীর জলে তারা জলকেলিতে মেতে ওঠেন।তার মধ্যেই আচমকা জলে তলিয়ে যান নারেলা। খানিক পর বাকিরা ঘটনা টের পান। শুরু করেন খোঁজখুঁজি। কিন্তু দামোদরের জলের অনেক গভীরে তলিয়ে যাওয়ায় সেই সময় আর খোঁজ মেলেনি তার। তড়িঘড়ি খবর দেওয়া হয় সোনামুখী থানায়।
থানা থেকে পুলিশ দ্রুত পৌঁছে যায় দুর্ঘটনাস্থলে।এবং মৃতদেহ উদ্ধার করে।পুলিশ জানিয়েছে, মৃত সেনা কর্মীর নাম নারেলা রবীনদর।বয়স চল্লিশ বছর।তিনি মহারাষ্টের বাসিন্দা। বর্তমানে পানাগড় সেনা হাসপাতালে কর্মরত ছিলেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ সোমবার বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।
👁️দেখুন 🎦ভিডিও। 👇