খেলা

মোবাইল গেমে আসক্তি কমাতে এলাকায় ভলিবল টুর্নামেন্টকে হাতিয়ার করে সাড়া ফেলল সারেঙ্গার শিবাজী স্পোর্টিং ক্লাব।

মোবাইল গেমে আসক্তি কমাতে এলাকায় ভলিবল টুর্নামেন্টকে হাতিয়ার করে সাড়া ফেলল সারেঙ্গার শিবাজী স্পোর্টিং ক্লাব।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় ঘটক,সারেঙ্গা) : এক সময় জেলার জঙ্গল মহলের সারেঙ্গায় খেলাধুলার আগ্রহ ছিল নজর কাড়া। কিন্তু মোবাইলের চল বাড়ার সাথে,সাথে ভার্চুয়াল গেমের প্রতি আসক্তি বাড়ছে এলাকার নবীন প্রজন্মের। ফলে দিন,দিন,তাদের মাঠ মুখো হওয়ার প্রবনতা কমছে!

তাই,এই সব যুবকদের মাঠের প্রতি আকর্ষণ বাড়াতে এবার কোমর বেঁধে নামল সারেঙ্গার শিবাজী স্পোর্টিং ক্লাব। তারা এদিন আয়োজন করেছিল একদিনের ভলিবল টুর্নামেন্টের। এই টুর্নামেন্টে অংশ নেয় ৮ টি দল। সারেঙ্গা মিশন ময়দানে এই নক আউট ভলিবল খেলা দেখতে ভীড়ও ছিল নজর কাড়া। এই টুর্নামেন্টের ফাইনালে ওঠে বীরসিংহ বাণী সেবক সংঘ ও হরিন্নাগুড়ি ভলিবল টীম। খেলায় ২৫-১৯,২৫-১৬ সেটে ও ফাইনালে ২-০ ব্যবধানে বিজয়ী হয় বীরসিংহ বাণী সেবক সংঘ। খেলার শেষে ছিল পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নীহার বরন সিংহ মহাপাত্র,আদিত্য মিশ্র, উজ্জ্বল কান্তি বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/the-mp-recorded-the-absence-of-staff-by-opening-the-closed-post-office-gate-at-bankura-on-lf-and-cong-join-strike-day/img-20200108-wa0027_1024x1280_768x960/" rel="attachment wp-att-7702">

Next Story