আলেখ্য বাঁকুড়ার উদ্যোগে আয়োজিত সারা বাংলা শ্রুতিনাটক উৎসবে মাতলেন জেলার সাংস্কৃতিক প্রেমী মানুষজন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারা বাংলা শ্রুতিনাটক উৎসবে মাতলেন জেলার সাংস্কৃতিক প্রেমী মানুষজন আজ শহরের গান্ধী বিচার পরিষদের সভাকক্ষে আলেখ্য বাঁকুড়ার উদ্যোগ সারা বাংলা শ্রুতি নাটক উৎসবে রাজ্যের ২৪ টি শ্রুতিনাটকের দল অংশ নেয়। এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শিবাশীষ কুন্ডু। এছাড়াও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভার সাংসদ ডাঃ সুভাষ সরকার, বিশিষ্ট চিকিৎসক অমিতাভ চট্টরাজ, বাঁকুড়া পুরসভার উপ পুরপ্রধান দিলীপ আগরওয়াল,যাত্রা অভিনেতা রোমিও চৌধুরী প্রমুখ। এবছর এই উৎসব তৃতীয় বছরে পড়ল। আলেখ্যর পক্ষ থেকে দেবাশীষ মৌলিক জানান,সারা বাংলা থেকে যে ভাবে শ্রতিনাটকের দল এই উৎসবে অংশ নিয়ে আমাদের এই আয়োজন সফল করেছেন তার জন্য প্রতিটিদলের শিল্পীদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি,আগামী বছরে আরও বড়ো পরিসরে এই উৎসব আয়োজন করার প্রয়াস চালাব আমরা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]