সপ্তমীর সন্ধ্যেতে বৃষ্টি থামতেই মন্ডপে মানুষের ঢল। অষ্ঠমীর দুপুরে বৃষ্টির আশঙ্কা! হাওয়া অফিসের।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :সপ্তমীর সন্ধ্যেতে শহরে বৃষ্টি থামতেই মন্ডপে,মন্ডপে নামল মানুষের ঢল। যদিও আকাশ এখনও মেঘাচ্ছন্ন রয়েছে। তবে, তাতে আমল না দিয়ে প্রতিমা দেখতে বাড়ী থেকে বেরিয়ে পড়েছেন সপরিবারে। শহরের হরেশ্বর মেলা সর্বজনীন থেকে লালবাজার বা সিনেমারোডে পদ্মাবতের সেটে যেমন ভীড় জমছে। তেমনি রবীন্দ্র সরণি, কেন্দুয়াডিহি,পুয়াবাগান সহ প্রতিটি বড়ো বাজেটের পুজো মন্ডপ গুলোয় রাত পর্যন্ত ভীড় করেছেন আম জনতা। সপ্তমীতে কোনো মতে বৃষ্টিঅসুরকে বধ করা গেলেও অষ্ঠমীতে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছে হাওয়া অফিস। বিশেষ করে দুপুরে সন্ধি পূজোর সময় বৃষ্টি ভোগাতে পারে! পাশাপাশি সন্ধ্যেতেও মেঘের ঘনঘটা থাকবে বলেই মনেকরা হচ্ছে। সপ্তমীর শেষ রাতে বা অষ্ঠমীর ভোরেও বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে খবর।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]