জঙ্গলমহল খাতড়া

সেফ ড্রাইভ, সেভ লাইভ -মেগা ম্যারাথনে মুকুটমনিপুরে দৌড়লেন প্রায় তিন হাজার মানুষ।

সেফ ড্রাইভ, সেভ লাইভ -মেগা ম্যারাথনে মুকুটমনিপুরে দৌড়লেন প্রায় তিন হাজার মানুষ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : "সেফ ড্রাইভ, সেভ লাইফ"- কর্মসুচীর প্রচারে আজ সকালে মুকুটমনিপুরে মেগা ম্যারাথন দৌড়ে সামিল হলেন প্রায় তিন হাজার মানুষ। পুরুষদের জন্য ছিল ১০ কিমি এবং মহিলাদের জন্য ৫ কিমি এই ম্যারাথন দৌড়ে কে কেন্দ্র করে এদিন জঙ্গলমহলে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন প্রায় ৭৫০ জন মহিলা এই ম্যারাথনে অংশ নেন। প্রতিযোগীদের উৎসাহ দিতে এদিন ম্যারাথন দৌড়ে সামিল হন জেলাশাসক উমা শঙ্কর এস, পুলিশ সুপার কোটেশ্বর রাও, পাশাপাশি, উপস্থিত ছিলেন জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, বিধায়ক জ্যোৎস্না মান্ডি প্রমুখ। এই ম্যারাথনের সেরা ২৫ জন কে টাটা ম্যারাথনে স্পনসর্ড করবে জেলা প্রশাসন বলে জানান জেলা শাসক উমা শঙ্কর এস। এছাড়াও ম্যারাথনে সেরা দের যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন পুলিশ সুপার কোটেশ্বর রাও।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/today-the-people-of-the-muslim-community-of-the-district-celebrated-the-bishwa-nabi-dibas/img-20191104-wa0003-2/" rel="attachment wp-att-7068">

Next Story