ব্রেকিং নিউজ

বাঁকুড়া মেডিকেলে জুনিয়র ডাক্তাররা আউটডোর বন্ধ করে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ ক্ষুব্ধ জনতার। #দেখুন ভিডিও।

বাঁকুড়া মেডিকেলে জুনিয়র ডাক্তাররা আউটডোর বন্ধ করে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ ক্ষুব্ধ জনতার। #দেখুন ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকালে আউটডোর খুললেও জুনিয়ার ডাক্তাররা তা বন্ধ করে দেওয়ায় ফের উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্ত্বরে। পাশাপাশি, অবিলম্বে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার দাবীতে পথ আবরোধে সামিল হলেন রোগীর আত্মীয়রা। তাদের সাথে যোগ দেন সাধারণ মানুষও। অন্যদিকে,হাসপাতাল কতৃপক্ষ সিনিয়ার ডাক্তারদের দিয়ে চিকিৎসা পরিষেবা চালানোর চেষ্টা করছেন বলে দাবী করেছেন।আজ সকালে আউটডোরে রোগীরা চিকিৎসার জন্য আন্যান্য দিনের মতো ভীড় জমান।আউটডোর খোলাও হয়। আভিযোগ, জুনিয়র ডাক্তাররা চড়াও হয়ে আউটডোর বন্ধ করে দেয়। এর প্রতিবাদে পথ আবরোধ করে বিক্ষোভ শুরু করে ক্ষদ্ধ জনতা।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/sand-overloaded-5-lorry-seized-by-local-public-and-hand-over-to-police-at-indas/img-20190604-wa0027/" rel="attachment wp-att-5225">

Next Story