জেলায় পৃথক দুটি পথ দূর্ঘটনায় মৃত ১পড়ুয়া, আহত আরোও ৩,জন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় দুটি পৃথক পথ দূর্ঘটনায় আজ মৃত্যু হল এক পড়ুয়ার,এবং আহত হলেন চালক সহ আরো ২ জন।
প্রথম দূর্ঘটনাটি ঘটে বড়জোড়ায়। রাস্তায় মোটর বাইক থেকে পড়ে গিয়ে লরির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হয় রাহুল মন্ডল নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর। শুক্রবার সকাল ৮ টা ১৫ মিনিট নাগাদ বাঁকুড়ার বড়জোড়ায় ঘটে এই মর্মান্তিক পথ দূর্ঘটনা।মৃত ছাত্র দুর্গাপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।জনা গেছে,
আজ সকালে দুর্গাপুর থেকে তার এক আত্মীয়ের সঙ্গে মোটরবাইকে চড়ে বড়জোড়ায় এসেছিল সে।
ওই আত্মীয় পেশায় কাঠ মিস্ত্রি খোকন সুরের সঙ্গে বাইকে সওয়ার ছিল রাহুল। বড়জোড়া বাজারের কাছেই বাঁকুড়া-দুর্গাপুর রাস্তার উপর এক সাইকেল আরোহী খোকন বাবুর মোটর বাইকের মুখোমুখি পড়ে গেলে, ওই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে, তার বাইকটি নিয়ন্ত্রন হারালে, চালক খোকন ও রাহুল বাইক থেকে ছিটকে পড়ে যায়। সেই সময় ওই পথ দিয়ে আসা একটি ১৪ চাকার পাথর বোঝাই লরির পিছনের চাকা পিষে দেয় রাহুল কে। ঘটনাস্থলেই প্রান হারায় রাহুল মন্ডল নামে(১৬) ওই ছাত্র। রাস্তা থেকে একটু দূরে ছিটকে পড়ায় প্রানে বাঁচেন বাইক চালক খোকন সুর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বড়জোড়া থানার পুলিশ।এবং ঘাতক লরিটিকে আটক করা হয়। আটক করা হয়েছে ঘাতক লরির চালককেও।
অন্যদিকে, শুক্রবার বেলা ১১ টা নাগাদ বাঁকুড়া শহর লাগোয়া মিথিলার কাছে অন্য একটি পথ দুর্ঘটনায় একটি চারচাকা গাড়ির চালক সহ মোট ২ জন যাত্রী আহত হন।জানা গেছে, এদিন সকালে সোনামুখী থেকে ওই চারচাকা গাড়িটিতে করে যাত্রীরা বাঁকুড়ায় ডাক্তার দেখাতে আসছিলেন। মিথিলার কাছে একটি লরি আচমকা সজোরে এই চারচাকা গাড়িটির পিছনে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় চারচাকা গাড়িটি।জখম হন চালক সহ সামনের আসনে বসে থাকা যাত্রী ধর্মেন্দ্র চক্রবর্তী সহ আরো দুই যাত্রী। ঘটনার পরই রাস্তায় লরি ফেলে চম্পট দেয় লরি চালক।
#দেখুন🎦ভিডিও 👇[embed]