ব্রেকিং নিউজ

কোতুলপুরে বেপরোয়া লরির ধাক্কায় এক মোটর বাইক আরোহীর মৃত্যু।

কোতুলপুরে বেপরোয়া লরির ধাক্কায় এক মোটর বাইক আরোহীর মৃত্যু।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল এক মোটর বাইক আরোহীর। বৃহঃস্পতিবার রাতে এই পথ দূর্ঘটনাটি ঘটে কোতুলপুরের মিল মোড়ের কাছে। মৃত ব্যক্তির নাম সুব্রত পাঞ্জা (৫৫)। কোতুলপুরের বাসিন্দা পেশায় মাছ ব্যবসায়ী সুব্রত কোতুলপুর - খিরি রাস্তা দিয়ে বাইকে করে যাওয়ার সময় একটি আলু বোঝাই লরি তাকে ধাক্কা মারলে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর জেরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। কোতুলপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘাতক লরিটি আটক করা গেলেও লরির চালক ও খালাসি পলাতক বলে জানা গেছে। আভিযোগ, এলাকা দিয়ে ওভার লোডিং বালি বোঝাই লরির বেপরোয়া চলাচলে রাস্তার হাল খারাপ হয়ে পড়াতেই এমন পথ দূর্ঘটনা ঘটছে বারবার। তাই প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী তুলেছেন এলাকার মানুষ।

#দেখুন 🎦 ভিডিও 👇[embed] href="https://www.bankura24x7.com/suvendus-remedies-for-recovery-of-tmc-organisation-at-bishnupur/img-20190604-wa0032/" rel="attachment wp-att-5266">

Next Story