ব্রেকিং নিউজ

প্রজাতন্ত্র দিবসে জেলার বিভিন্ন ক্ষেত্রের কৃতিদের সম্মাননা জ্ঞাপন জেলা প্রশাসনের।

প্রজাতন্ত্র দিবসে জেলার বিভিন্ন ক্ষেত্রের কৃতিদের সম্মাননা জ্ঞাপন জেলা প্রশাসনের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রজাতন্ত্র দিবসের দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন ক্ষেত্রের কৃতিদের সম্মানিত করা হল। জেলাশাসকের বাস ভবন হিল হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।পাশাপাশি,ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। হিল হাউসের কচিকাঁচাদের বিনামূল্যে রবীন্দ্র চর্চা কেন্দ্রের শিশুরা এদিনে অনুষ্ঠানে নাচ,গান ও আবৃত্তি,ছড়া পরিবেশন করে সবার প্রসংশা কুড়িয়ে নেয়।

অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন জেলা শাসক উমাশঙ্কর এস, পুলিশ সুপার কোটেশ্বর রাও, ডিএফও প্রমুখ।এছাড়াও জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, মেন্টার অরুপ চক্রবর্তী, বাঁকুড়া পৌরসভার পুর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, উপ পৌর প্রধান দিলীপ আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গের উপস্থিতি অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয়।

জাতীয় স্তরের জিমনাস্টিকে জেলার সোনা জয়ী তিন মেয়ে কোতুলপুরের রূপসা দে, শিবানী ক্ষেত্রপাল এবং নমিতা সাঁতরা কে এই অনুষ্ঠান মঞ্চে মানপত্র ও ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। দ্ররিদ্র পরিবার থেকে উঠে আসা এই তিন জনকে পাঁচ হাজার টাকা করে এদিন আর্থিক সহায়তা করে জেলার চেম্বার অফ কমার্স।

এছাড়াও জেলায় নির্বাচনী কাজে ও প্রশাসনিক কাজে সাফল্যের জন্যও পুরস্কার প্রদান করা হয়।আর জেলার বিভিন্ন ক্ষেত্রে রাজ্য ও জাতীয় স্তরে বিজয়ীদেরও দেওয়া হয় সম্মাননা।

#দেখুন ভিডিও।[embed]

Next Story