ব্রেকিং নিউজ

ইন্দাসে ক্ষনিকের ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত ১৬ টি বাড়ী, খোলা হয়েছে ত্রাণ শিবির।

ইন্দাসে ক্ষনিকের ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত ১৬ টি বাড়ী, খোলা হয়েছে  ত্রাণ শিবির।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ক্ষনিকের ঘূর্ণিঝড়ে এক লহমায় ভেঙ্গে পড়ে প্রায় ১৬ টি বাড়ী! আহত হয় দুই শিশু পাশাপাশি, অল্প বিস্তর চোট লেগে আহত আরো জনা দশেক গ্রামবাসী। শুক্রবার সন্ধ্যায় মুষলধারে বৃষ্টির সাথে আচমকা দমকা হাওয়ায় ইন্দাসের মঙ্গলপুর গ্রামের পরীক্ষা পাড়ায় ঘটে এই বিপত্তি। গ্রামের কাঁচা বাড়ীর সব চাল উড়ে যায়। আশ্রয় হারা হয়ে পড়ে পরিবার গুলি। খবর পেয়ে রাতেই গ্রামে ছুটে যান বিডিও মানসী ভদ্র চক্রবর্তী। গ্রামের অঙ্গনওয়ারী কেন্দ্রে খোলা হয় ত্রাণ শিবির। সেখানেই আশ্রয় নিয়েছেন গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। আজ সকালে গ্রামে গিয়ে খোঁজ খবর নেন স্থানীয় বিধায়ক গুরুপদ মেটেও।

অন্যদিকে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল দেওয়া হয়েছে। গ্রামের মানুষ সকাল থেকে ঘর, বাড়ী মেরামতের কাজ শুরু করে দিয়েছেন। আচমকে সব হারিয়ে বাসন্তী দেবী, বা মনোরঞ্জন রুইদাসের মতো গরীব মানুষেরা এখন সরকারী স্তরে সাহায্যের জন্য কাতর অনুরোধ জানাচ্ছেন। তাদের দাবী সহায়তা না মিললে দু বেলা খাবার জোগাড় করা তাদের কাছে দুষ্কর হয়ে পড়বে। যদিও জেলা প্রশাসন সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/despite-expiration-the-depositors-do-not-receive-money-protestors-at-the-shaltora-sub-post-office-in-protest/img-20190731-wa0007/" rel="attachment wp-att-5949">

Next Story