ব্রেকিং নিউজ

ওন্দার মথুরা গ্রামে আট ফুটের ময়াল সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়!

ওন্দার মথুরা গ্রামে আট ফুটের ময়াল সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার ওন্দা থানা এলাকার মথুরা গ্রামে একটি ময়াল সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় একটি পোলট্রি ফার্মে সাপটি ঢোকার সময় স্থানীয় লোকজনের নজরে পড়ে প্রায় আট ফুট লম্বা এই ময়ালটি। র পর খবর দেওয়া হয় বন দপ্তর কে। বন দপ্তর সাপটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে বলে জানা গেছে।

এদিকে,সাপটি দেখতে ঘটনাস্থলে ভীড় জমান উৎসাহী মানুষ জন। মোবাইলে ছবি তোলার হিড়িক পড়ে যায়। কেও,কেও আবার নিজের ইউ এস পি বাড়াতে নিজস্বী তোলায় মনোযোগী হয়ে পড়েন। ইতি মধ্যেই এই ময়ালের ছবি ভাইরালও হয়ে পড়ে সোস্যাল সাইটে।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story