ব্রেকিং নিউজ

কাটমানি ইস্যুতে সোনামুখী শহর জুড়ে পুর প্রধানের বিরুদ্ধে পোস্টার! চাঞ্চল্য চরমে।

কাটমানি ইস্যুতে সোনামুখী শহর জুড়ে পুর প্রধানের বিরুদ্ধে পোস্টার! চাঞ্চল্য চরমে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কাটমানি, স্বজন পোষণ, দূর্নীতি এবং একটি লজকে দেহ ব্যবসায় মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলে সোনামুখী পুরসভার পুরপ্রধান সুরজিৎ মুখোপাধ্যায়ের নামে সারা সোনামুখী শহর জুড়ে পোস্টার লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল! বিজেপির পক্ষ থেকে এই পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টার সাঁটানোর ঘটনায় এক বিজেপি কর্মীকে আটকও করে পুলিশ। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বাড়ী তৈরী সহ বিভিন্ন সরকারী প্রকল্পের সুযোগ সুবিধা পাইয়ে দিতে খোদ পুর প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি,পুর প্রধানের ভাইয়ের বিরুদ্ধেও গরীব মানুষের কাছে মোটা টাকা কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষ। যদিও, পুর প্রধান সুরজিৎ মুখোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, যদি তার বিরুদ্ধে অভিযোগ কেও প্রমাণ করতে পারেন তাহলে, তিনি সোনামুখী শহর ছেড়ে চলে যাবেন। অন্যদিকে,বিজেপির সোনামুখী নগর মন্ডলের সভাপতি তাপস মিত্র পুর প্রধান কে পালটা চ্যালেঞ্জ দিয়ে বলেন, তার বিরুদ্ধে বিজেপি যে অভিযোগ তুলে পোস্টার দিয়েছে, তা যদি মিথ্যা হয়, তাহলে উনি আমাদের বিরুদ্ধে থানায় এফ,আই,আর করছেন না কেন!

প্রসঙ্গত,কয়েকদিন আগেই সোনামুখী পুর সভার কাউন্সিলার ঝিলিক দত্তের বিরুদ্ধে কাটমানি ইস্যুতে জেলায় প্রথম জন বিক্ষোভ দানা বেঁধে ছিল। বিক্ষোভ থেকে বাঁচতে তিনি বাড়ী ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন। বিক্ষুব্ধ জনতা তার তালা দেওয়া বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন। এবার, সেই সোনামুখীতেই কাটমানি ইস্যুতে নাম জড়াল খোদ পুর প্রধানের! ফলে কার্যত এই পুর শহরে যথেষ্ট চাপে তৃনমুল কংগ্রেস।

#দেখুন 🎦 ভিডিও।👇[embed] href="https://www.bankura24x7.com/demanding-the-return-of-katmani-the-tmc-leaders-staged-protests-in-keshiakole/img-20190623-wa0070_1024x1409/" rel="attachment wp-att-5529">

Next Story