Home > জঙ্গলমহল খাতড়া > গ্রামপঞ্চায়েতের দুর্নীতি প্রতিবাদে মহিলাদের আন্দোলনে বেধড়ক লাঠি চার্জ পুলিশের। উত্তাল হলুদকানালী! দেখুন ভিডিও প্রতিবেদন।
গ্রামপঞ্চায়েতের দুর্নীতি প্রতিবাদে মহিলাদের আন্দোলনে বেধড়ক লাঠি চার্জ পুলিশের। উত্তাল হলুদকানালী! দেখুন ভিডিও প্রতিবেদন।
BY Bankura 24x78 Jun 2020 11:54 PM IST
X
Bankura 24x78 Jun 2020 11:54 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে একশ দিনের কাজে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন গ্রামের মহিলারা। আর সেই প্রতিবাদ বিক্ষোভ সামাল দিতে গিয়ে মহিলাদের বেধড়ক লাঠীপেটা করল পুলিশ। এই ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে জেলার জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের হলুদকানালী গ্রাম পঞ্চায়েত অফিস চত্বর।ঘোড়াধরা, পূর্ণাপানি,পুয়াদা সহ কয়েকটি গ্রামের মহিলাদের একসাথে এই বিক্ষোভ সামাল দিতে হিমসিম খেয়ে যায় রানিবাঁধ থানার পুলিশ। শেষে খাতড়ার মহকুমা পুলিশ আধিকারিক বিবেক বার্মা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনেন।
#দেখুন, 🎦 ভিডিও। 👇[embed]https://www.facebook.com/Bankura24X7/videos/562442281139372/[/embed]
Next Story