Home > শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন > চাষ- আবাদ > পেতাইয়ের বৃষ্টিতে পাকা ধানে মৈ ! ক্ষতির আশঙ্কায়, দিশেহারা জেলার চাষীরা।
পেতাইয়ের বৃষ্টিতে পাকা ধানে মৈ ! ক্ষতির আশঙ্কায়, দিশেহারা জেলার চাষীরা।
BY Bankura 24x718 Dec 2018 7:50 PM IST
X
Bankura 24x718 Dec 2018 7:50 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (অাভিজিৎ ঘটক) : পেতাইয়ের জেরে টানা বৃষ্টিতে জেলার চাষীদের মাথায় হাত! মাঠে কাটা ধানের আঁটিতে জলের ঝাপটায় ধানের শিস ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যত পাকা ধানে মৈ -প্রবাদ বাস্তব রূপ নিল! জেলার ওন্দার রতনপুর, বিষ্ণুপুর, সেনামুখী,পাত্রসায়র এমবকি বাঁকুড়া ১ও ২ ব্লকেও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠে পড়ে থাকা পাকা ধানের।
এমনিতেই, জেলায় এবার বৃষ্টির অভাবে ধান চাষের লক্ষ্য মাত্রায় বিস্তর ঘাটতি রয়েছে!
তার ওপর পেতাইয়ের বৃষ্টির দাপটে আবার নুতন করে পাকা ধান মাঠেই মারা পড়লে, জেলায় ধানের ফলনে আরও নুতন করে ঘাটতির অংক বাড়বে বলেই মনে করছে কৃষি দপ্তর।
অন্যদিকে, অনেক কষ্টে ধান ফলিয়েও শেষ রক্ষা করতে না পেরে লোকসানের আশঙ্কায় মাথায় হাত জেলার প্রান্তিক চাষীদের।
#দেখুন ভিডিও।[embed]
Next Story