ব্রেকিং নিউজ

পাত্রসায়েরে শবদাহ করতে গিয়ে দামোদরে তলিয়ে নিখোঁজ এক, চলছে তল্লাশি।

পাত্রসায়েরে শবদাহ করতে গিয়ে দামোদরে তলিয়ে নিখোঁজ  এক, চলছে তল্লাশি।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আত্মীয়ের শবদাহ করতে গিয়ে দামোদরে তলিয়ে নিখোঁজ হলেন এক ব্যক্তি। রবিবার রাতে ঘটনাটি ঘটে জেলার পাত্রসায়ের থানা এলাকার বিক্রমপুর ঘাটের কাছে। সোমবার দিনভর বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি দল নদীতে তল্লাশি চালিয়েও এদিন সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির কোনও খোঁজ পায়নি। ফলে এখনও তল্লাশি চলবে বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,

অষ্টম বাগদী (৪৫) নামে পাত্রসায়ের থানার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা রবিবার গলসি এলাকায় গিয়েছিলেন তার এক আত্মীয়ের মৃতদেহ সৎকার করতে গিয়ে তিনি রাতে বাড়ি ফেরার পথে বিক্রমপুর ঘাটে দামোদর নদে তলিয়ে যান তিনি। এরপর অষ্টম বাগদীর খোঁজে বিপর্যয় মোকাবিলা দল তল্লাশি শুরু করে। সন্ধ্যে পর্যন্ত অবশ্য তার কোনও খোঁজ মেলেনি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/kotulpur-mysteriously-burned-to-death-a-housewife-the-father-of-the-housewife-has-filed-murder-case/img-20191114-wa0028/" rel="attachment wp-att-7099">

Next Story