ওন্দায় টিএমসিপি আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল বালিয়াড়া যুবক সংঘ। তারা ট্রাইবেকারে ৪-২ ব্যবধানে পরাজিত করে কমলপুর ফুটবলদলকে।
BY Bankura 24x727 Jan 2019 11:15 AM IST
X
Bankura 24x727 Jan 2019 11:15 AM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ওন্দা থানা মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের উদ্যোগে সুকুমার দাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল কালিসেন হাই স্কুল মাঠে।
এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বালিয়াড়া যুবক সংঘ।তারা, ফাইনালে ওন্দার কমলপুর ফুটবল দলকে ট্রাইবেকারে ৪-২ গোলের এর ব্যবধানে পরাজিত করে।
এই প্রতিযোগিতায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বালিয়াড়া যুবক সংঘের তোতোন মল্ল এবং ম্যান অফ দ্যা সিরিজের শিরোপা পান কমলপুর ফুটবল দলের সুশান্ত ঘোষ।তিনদিনের এই প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশ নেয়। ফাইন্যাল খেলায় উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন ওন্দার বিধায়ক অরুপ খাঁ।
Next Story