জঙ্গলমহল খাতড়া

সিমলাপালে এনআরসি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত প্রৌঢ়! দাবী, পরিবার ও প্রতিবেশীদের।

সিমলাপালে এনআরসি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত  হয়ে মৃত প্রৌঢ়! দাবী, পরিবার ও প্রতিবেশীদের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এনআরসি আতঙ্কে জেলার প্রথম বলি হলেন সিমলাপাল থানা এলাকার পাথরডোবা গ্রামের বাসিন্দা আজাদ আলী খান (৫৭)? এমনটাই দাবী মৃতের পরিবার ও গ্রামের বাসিন্দাদের। যদিও জেলা প্রশাসনিক স্তরে এই মৃত্যুর কারণ যে এনআরসি আতঙ্ক তা স্বীকার করা হয় নি। মৃতের খুড়তুতো ভাই মহম্মদ বেলালউদ্দিনের দাবী, দাদা গত কয়েকদিন ধরেই জমিজমা সংক্রান্ত কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছিলেন।শুক্রবার সকালেও ওই কাগজ পত্র নিয়ে বাঁকুড়া সদরে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়েছিলেন।আচমকা রাস্তায় পড়ে যান। সাথে,সাথে স্থানীয় এক চিকিৎসক কে ডাকা হলে তিনি তাকে মৃত বলে ঘোষনা করেন। তার আরও দাবী এনআরসি আতঙ্কে কয়েকদিন ধরেই চিন্তা ও উদ্বেগে ছিলেন তিনি।সেই কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একই দাবী মৃত আজাদের গ্রামের বাসিন্দা ও তার প্রতিবেশীদেরও। তবে এই বিষয়ে স্থানীয় থানা বা ব্লক প্রশাসন কে এখনও কিছু জানন নি মৃতের পরিবার। তবে, এই মৃত্যুর খবরে গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, মৃতের সাথে থাকা ভোটার কার্ড,জমির কাগজ পত্র মৃতুদেহের বুকের ওপর ছড়িয়ে দিয়ে এনআরসি'র প্রতিবাদ করেন পরিবার ও আত্মীয়স্বজনরা

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/this-is-the-chance-to-get-a-degree-in-animation-in-bankura-class-starts-right-after-pujo/img-20190920-wa0000_1024x1449/" rel="attachment wp-att-6538">

Next Story