এবার জেলার বইমেলাতেও কর্পোরেট লুক আনছে গ্রন্থাগার দপ্তর। আড়াই হাজার বেসরকারী গ্রামীণ গ্রন্থাগার গুলিকে দেওয়া হচ্ছে ৫ কোটি টাকার অনুদান। জানালেন গ্রন্থাগার মন্ত্রী।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার রাজ্য জুড়ে জেলার বইমেলাতেও আনা হচ্ছে কর্পোরেট লুক। তার জন্য এক গুচ্ছ পরিকল্পনা নিয়েছে রাজ্যের গ্রন্থাগার দপ্তর।
আজ বাঁকুড়া সার্কিট হাউসে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এই কথা জানান।
তিনি বলেন রাজ্য কে তিনটি জোনে ভাগ করে, বই মেলা কোন জেলায়, কবে হবে, তার জন্য দপ্তর একটি 'ক্যালেন্ডার'- বানাচ্ছে।
তা আগামী অক্টোবরে প্রকাশ করা হবে। পাশাপাশি, কর্পোরেট লুক দিতে মেলার মুল তোরনে আনা হচ্ছে নূতন আঙ্গিক। থাকছে, তিনটি লোগো। বিশ্ব বাংলার লোগো,গ্রন্থাগার দপ্তরের লোগো এবং জেলা গ্রন্থাগারের লোগো এই তিনটিই মুল তোরনে থাকবে। সারা রজ্য জুড়ে এই তোরনের রংও হবে একই রকম । এবং দেখতেও একই হবে।
এর ফলে বইমেলা সারা রাজ্যে একটা 'ইউনিক আইডেন্টিটি '-পাবে বলে মনে করছেন গ্রন্থাগার দপ্তর।
তাছাড়া,জেলার বই মেলায় গ্রন্থাগার বিভাগেরও বিশেষ স্টল থাকবে। এবং থাকবে নানা শিক্ষা মূলক আলোচনা সভার আয়োজনও।
পাশাপাশি,রাজ্যের গ্রন্থাগার গুলির হাল ফেরাতে চুক্তির ভিত্তিতে, স্বেচ্ছাসেবী কর্মী ও অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে বলেও তিনি দাবী করেন।
ইতিমধ্যেই রাজ্য চুক্তির ভিত্তিতে ১৮৪ জন অবসর প্রাপ্ত কর্মী নিয়োগের অনুমোদন ও মিলেছে বলে জানান জনাব সিদ্দিকুল্লা।
তার মধ্য বাঁকুড়ায় নেওয়া হবে ৫ জনকে।
রাজ্যের বেসরকারি স্থানীয় উদ্যোগে তৈরী গ্রামীণ গ্রন্থাগার গুলিকে বই কেনার জন্য এক কালীন অনুদানের টাকার হারও বাড়ানো হচ্ছে এবার বলেও জানান মন্ত্রী। গত বারের তুলনায় প্রায় এক হাজারেরও বেশী গ্রামীণ গ্রন্থাগার এই অনুদানের আওতায় আসছে। গত বছর ১৪৫০ টি গ্রন্থাগার ৩কোটি ২০ লক্ষ টাকা পেয়েছিল। এবার তা বেড়ে ২৫০০টি গ্রন্থাগারের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। গত বছর থেকে ধাপে অনুদানের পরিমানও ৫ হাজার করে গ্রন্থাগার প্রতি বেড়েছে। গত বারের ২০,২৫,৩০ হজারের ধাপ এবার বেড়ে হচ্ছে ২৫,৩০,৩৫ হাজার টাকা করে।
আজ, জেলার গ্রন্থাগার ও জন শিক্ষা দপ্তরের পর্যালোচনা বৈঠকে সার্কিট হাউসে যোগ দেন গ্রন্থাগার মন্ত্রী। তার পর সাংবাদিক বৈঠকে তিনি দপ্তরের এই নুতন পরিকল্পনার কথা জানান।
#দেখুন ভিডিও।[embed]