নির্মল বাঁকুড়া ম্যারাথনে দৌড়ে নজর কাড়লেন জেলাশাসক ও পুলিশ সুপার, এই ম্যারাথনের সেরা ২৫ জনকে টাটা ইন্টারন্যাশনাল ম্যারাথনেে পাঠাবে জেলা প্রশাসন। #দেখুন ভিডিও।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : নির্মল বাঁকুড়ার প্রচারে ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে নজর কাড়লেন জেলাশাসক উমাশঙ্কর এস ও পুলিশ সুপার কোটেশ্বর রাও।
আজ, প্রায় এক হাজারেরও বেশী প্রতিযোগী তামলীবাঁধ ময়দানে এসে এই ম্যারাথন দৌড়ে সামিল হয়।
পাশাপাশি, কয়েকজন ১০ বছরের কম বয়সী ছেলেও দৌড়ে মুন্সিয়ানা দেখিয়ে প্রশংসা কুড়িয়ে নেয়।জেলাশাসকের সাথে একই তালে দৌড়য় এক শিশু।
তামলীবাঁধ ময়দান থেকে চাঁদমারীডাঙ্গা হয়ে মাচানতলা এসবিআই মোড় দিয়ে ফের তামলীবাঁধে এসে শেষ হয় এই দৌড়।
দৌড়ে মহিলা বিভাগে প্রথম: আরতি মান্ডি,দ্বিতীয়:সরস্বতী মান্ডি, তৃতীয়: রূপালী রায় এবং পুরুষ বিভাগে প্রথম: কিঙ্কর দুলে,দ্বিতীয়: সৌমিত্র আঠা এবং বিনয় সূর তৃতীয় স্থান অর্জন করেন।
এছাড়াও দুই কনিষ্ঠ প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেওয়ার কথা ঘোষনা করা হয়।
এই, নির্মল বাঁকুড়ার ম্যারাথন থেকে বাছাই করা সেরা ২৫ জনকে জেলা প্রশাসন টাটা ইন্টারন্যাশনাল ম্যারাথন দৌড়ে অংশগ্রহনের ব্যবস্থা করবে বলেও এদিন অনুষ্ঠান মঞ্চে ঘোষনা করেন জেলাশাসক উমাশঙ্কর এস।
এই ম্যারাথনে অংশ গ্রহনকারী ২৫ জন, জেলার পর্যটন শিল্পের প্রচার করবেন বলেও জানান তিনি।
আজকের নির্মল বাঁকুড়ার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সভাধিপতি মৃত্যঞ্জয় মুর্মু, সহ সভাধিপতি শুভাশীষ বটব্যাল, পুর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, উপ পৌর প্রধান দিলীপ আগরওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
#দেখুন ভিডিও।[embed]