চাষ- আবাদ

এক পলকে দেখে নিন জেলার গুরুত্বপূর্ণ খবর।

এক পলকে দেখে নিন জেলার গুরুত্বপূর্ণ খবর।
X

#এক পলকে হরেক খবর(২৬,মে,২০২০,):

(১) জেলার পাত্রসায়রে করোনা আক্রান্ত কিশোরের ৫ নিকট আত্মীয়ের লালারসের ফল মিলতে পারে আগামী কাল। বালসীর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে থাকা এই পাঁচ জনের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া মেডিকে কলেজ হাসপাতালের কোভিড টেস্টিং ল্যাবে। রিপোর্ট নেগেটিভ এলে ওই কিশোর সহ ৫ আত্মীয়কে বালসীর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে থেকে তাদের বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে পাঠাবে স্বাস্থ্য দপ্তর। প্রসঙ্গত সোমবার আক্রান্ত কিশোর কে গ্রামে ঢোকা ঠেকাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তবে এই ধরনের বিক্ষোভ বাড়ী ফেরানোর সময় ফের যেন আর না ঘটে সেই মতো পুলিশ ও প্রশাসন সজাগ থাকবে বলে জানাগেছে।

#

(২) লকডাউনের মধ্যেই জেলার গঙ্গাজলঘাটির হাঁসপাহাড়ীর জঙ্গলে মিলল সদ্যজাত শিশু কন্যা,একশ দিনের কাজের শ্রমিকরা কান্না শুনে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পঞ্চায়েত সমিতিতে খবর দিলে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই মাজি শিশুটিকে আমরকানন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। শিশুটি এখন ভালো আছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

#

(৩) কোতুলপুরের গোগড়ায় বধু মৃত্যুর ঘটনায় নির্যাতন ও খুনের মামলা দায়ের হওয়ায় মৃত গৃহবধু চন্দনা গরাইয়ের স্বামী সঞ্জু ওরফে সঞ্জয় গরাই, শ্বশুর,শ্বাশুড়ি, ও অন্যান্য সদস্য মিলিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করল কোতুলপুর থানার পুলিশ। তাদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। মৃত চন্দনা দেবীর দাদা কানাই গরাই বোনকে শ্বশুর বাড়ির লোক জন সিলিংফ্যানে ঝুলিয়ে হত্যা করেছে বলে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই ৫ জনকে

গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

#

(৪) আজ বাঁকুড়া জেলার সোনামুখী পুরসভার প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করলেন এই পুরসভার বিদায়ী বোর্ডের পুরপ্রধান সুরজিৎ মুখোপাধ্যায়। প্রসঙ্গত, সোনামুখী পুরসাভার নির্বাচিত পুরবোর্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় করোনা পরিস্থিতিতে নির্বাচন করার পরিবেশ না থাকায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এবং পুরপ্রধানকেই প্রশাসক হিসেবে দায়িত্বভার নেওয়ার বিজ্ঞপ্তিও জারি করে সংশ্লিষ্ট দপ্তর। আগামীকাল বুধবার একই ভাবে বাঁকুড়া পুরসভায় প্রশাসকের দায়িত্বভার নেবেন বিদায়ী পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত।

#

(৫) বাঁকুড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির আয়ুষ বিভাগ করোনা আবহে জেলার সাংবাদিকদের কাজে ঝুঁকি কমাতে, করোনা সতর্কতার উপযোগী বিশেষ কিট তুলেদিলেন। পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে সাংবাদিকরা যেভাবে কাজ করে চলেছেন তার জন্য ধন্যবাদও জ্ঞাপন করে আয়ুষ বিভাগ।এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সরেন জ্বর সদৃশ উপসর্গের প্রতিরোধ ক্ষমতা বর্ধক আয়ুষ কিট আনুষ্ঠানিক ভাবে তুলেদেন জেলার সাংবাদিকদের হাতে।

#

(৬) ৫০ কেজির চালের বস্তার কোনটার ওজন ৩৫ কজি তো কোনো বস্তায় মেরে,কেটে ৪০বা ৪২ কেজি চাল মিলছে। রেশন ডিস্ট্রিবিউটার ওজনে কম মাল পাঠানোয় এবার শালতোড়ার এক রেশন ডিলার ডিস্ট্রিবিউটারের নামে ওজনে কারচুপিও দুর্নীতির লিখিত অভিযোগ দায়ের করলেন। শালতোড়ার বেলটুকরির রেশন ডিলার মানিক মণ্ডলের দাবী, তিনি প্রতিবাদ করায় তাকে ওই ডিস্ট্রিবিউটার বাবলু মন্ডল অপমান করেন। তাই আইনের আশ্রয় নেন তিনি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story