ব্রেকিং নিউজ

রাজ্যে পুলিশী রাজ কায়েম হয়েছে ! গণতন্ত্র নেই ! বিষ্ণুপুরে বিজেপির বৈঠকে পুলিশ বাধা দেওয়ায়, এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন মুকুল রায়।

রাজ্যে পুলিশী রাজ কায়েম হয়েছে ! গণতন্ত্র নেই ! বিষ্ণুপুরে বিজেপির বৈঠকে পুলিশ বাধা দেওয়ায়, এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন মুকুল রায়।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাংলায় গণতন্ত্র নেই! এখন বাংলায় পুলিশ রাজ কায়েম হয়েছে। বিষ্ণুপুরে আজ একটি বেসরকারী লজে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা সংক্রান্ত দলীয় বৈঠক করতে পুলিশ অনুমতি না দেওয়ার প্রসঙ্গে, এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা মুকুল রায়।

তিনি এদিনের লজের মধ্যে রুদ্ধধার বৈঠকে এস,ডি,পি,ওর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলে, এসডিপিও কেও এক হাত নেন।

বিষ্ণুপুরের একটি বেসরকারী লজে বিজেপির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, পুলিশ এই লজে বৈঠকের অনুমতি দেয় নি। পুলিশ বৈঠকে বাধা দিলে বিজেপির কর্মী,সমর্থকরা লজের সামনের রাস্তাতে ধর্ণায় বসে পড়েন। পরে দলীয় অফিসে বৈঠক করেন মুকুল রায়।

মুকুল বাবু দাবী করেন, বিষ্ণুপুরে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। তাই, এভাবে পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো হচ্ছে।

আগামী লোকসভা ভোটের পর, তৃণমূলকে বাইনোকুলার দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলে কটাক্ষও করেন মুকুল রায়। পাশাপাশি, তার দাবী, অত্যাচারীরা ইতিহাসে শেষ কথা বলে না, এটা তৃণমূলের বোঝা উচিত।

তার সাফ জবাব এ রাজ্যে তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে। তাই, কেবল বিষ্ণুপুর নয়, সারা রাজ্যেই বিজেপির মিটিং ঠেকাতে উঠে পড়ে লেগেছে শাসক দল।

বিষ্ণুপুরের বেসরকারী লজে বৈঠকে পুলিশ বাধা দেওয়া শেষ পর্যন্ত বিষ্ণুপুরের দলীয় কার্য্যালয়ের অল্প পরিসর জায়গাতেই বৈঠক সারেন মুকুল রায়। এবং এই লোকসভা আসনটিতে তৃণমূল যে জিততে পারবেনা তার ভবিষ্যত বানীও করেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story